17 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১৫

চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১৫


বিএনএ, বিশ্বডেস্ক : চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অবস্থিত চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে জান পালাচ স্কয়ারে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্কয়ারে অবস্থিত রুডলফিনাম গ্যালারির পরিচালক পিটার নেদোমা জানান, আমি এক তরুণকে হাতে অটোম্যাটিক বন্দুক নিয়ে মেইনস ব্রিজের দিকে গুলি ছুঁড়তে দেখি। লোকটি কিছুক্ষণ পর পর গুলি করছিলো, এবং এক পর্যায়ে সে বন্দুকটি ফেলে দেয় এবং দুই হাত উঁচু করে দাঁড়ায়। বন্দুকটি ফুটপাতে পড়ে ছিলো।

ঘটনার পর পুলিশ স্কয়ারটিকে সিলগালা করে দেয়। স্কয়ারের মাঝখান দিয়ে একটি রাস্তা রয়েছে যেটি দিয়ে পর্যটকরা হেটে শহরের পুরোনো অংশে গিয়ে থাকে।

হামলার সময় শিক্ষক-শিক্ষার্থী এবং কলা অনুষদের কর্মচারীদেরকে পাঠানো এক ইমেইলে বলা হয়, যদি আপনারা অফিসে থেকে থাকেন তবে বাতি নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, দরজার সামনে চেয়ার-টেবিল পেতে দিন।

নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লেখা এক বার্তায় চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা দেশটির উত্তরে তার সফর বাতিল করেন এবং প্রাগে ফিরে আসার কথা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ