24 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় এজেন্ট ব্যাংক স্বত্ত্বাধিকারী আহত

ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় এজেন্ট ব্যাংক স্বত্ত্বাধিকারী আহত

ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় এজেন্ট ব্যাংক স্বত্ত্বাধিকারী আহত

বিএনএ, ফেনীঃ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধুগ্রাম কামার বাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় মুখোশধারী ছিনতাইকারীদের লাঠির আঘাতে ইসলামি ব্যাংক লিঃ উত্তর কুহুমা শান্তির বাজার এজেন্ট ব্যাংকের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ মজুমদার মজনু (৪৫) গুরুতর আহত হয় । এ সময় তার  সাথে থাকা এজেন্ট ব্যাংকের ১৫ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায় বলে অভিযোগ করেন ব্যবসায়ী মজনু।

জানা গেছে, সকাল পৌনে ১০টায় দ্বীন মোহাম্মদ মজনু এজেন্ট ব্যাংকের টাকা সাথে নিয়ে মোটরসাইকেল যোগে উত্তর কুহুমা শান্তির বাজার এজেন্ট ব্যাংকে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে লাঠি দিয়ে আঘাত করে।

দ্বীন মোহাম্মদ মজনু জানান, আমি মোটরসাইকেল চালিয়ে ব্যাংকে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেল আরোহী আমাকে অনুসরণ করে এক পর্যায়ে লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করলে আমি মোটরসাইকেল থেকে পড়ে যাই। এসময় আমার ব্যাগে থাকা ১৫ লাখ টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় মজনুকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার স.ম. ফেরদৌস জাহান বেগম শারমিন জানান, দ্বীন মোহাম্মদ মজনুর হাতে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুুুদ্বীপ রায় পলাশ জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।  অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ