24 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মেট্রোরেল উদ্বোধন ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা 

মেট্রোরেল উদ্বোধন ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা 

মেট্রোরেল

বিএনএ ডেস্ক: ঢাকায় স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই গণপরিবহনের উদ্বোধন করবেন। পরদিন ২৯ ডিসেম্বর থেকেই যাত্রীরা চড়তে পারবেন মেট্রোরেলে। প্রথম ধাপে মেট্রোরেল চলবে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত।

উদ্বোধন উপলক্ষে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল–সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সাত নির্দেশনা হলো—

১. (মেট্রোরেল-সংলগ্ন এলাকার) কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না।

২. কোনো বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না।

৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল–সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেয়া যাবে না এবং কেউ (বেলকনি ও ছাদে) দাঁড়াতে পারবেন না।

৪. ২৮ ডিসেম্বর মেট্রোরেল-সংলগ্ন এলাকার ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।

৫. মেট্রোরেল-সংলগ্ন কোনো ভবনের হোটেল-রেস্তোরাঁ বা বাণিজ্যিক কার্যালয়ে ওইদিন কেউ অবস্থান করতে পারবেন না।

৬. মেট্রোরেল-সংলগ্ন এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।

৭. মেট্রোরেল-সংলগ্ন এলাকার সব ব্যাংক বা এটিএম বুথ ওই দিন সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ