বিএনএ: জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান মিতালী প্রাকটিস প্যাড এন্ড স্টুডিও।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জী বোম্বে থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মিতালি মুখার্জি বলেন, বাংলা গান সমৃদ্ধ করতে নবীন শিল্পীদের ভূমিকা রাখতে হবে। এগিয়ে আসতে হবে সংগীত প্রেমীদের। সংগীত চর্চায় নবীনদের মনোযোগ ও সাধনা বাড়ানো জরুরি উল্লেখ করে মিতালি মুখার্জি বলেন, মানুষের মনের খোরাক জোগানোর জন্য সংগীতের চর্চা অব্যহত রাখা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভি’র ব্যাংকার্স ভয়েস রিয়েলিটি শো’র আয়োজক বিপ্লব রহমান।
মিতালী প্রাকটিস প্যাড এন্ড স্টুডিও’র উদ্বোধন শেষে সংগীত পরিবেশন করেন ব্যাংকার্স ভয়েস-এর কণ্ঠশিল্পী জিয়াউল হক জিয়া, পারভীন আক্তার লোটাস, ফরাদ মিল্টন, পলাশ খান, সিরাজুম মুনিরা, মামুন, কাজী রোমেল, পূর্ণ মিলন ও দুলালী বিশ্বাস।
স্টুডিও’র কর্ণধার ও ব্যাংকার্স ভয়েস-এর কণ্ঠশিল্পী সোহেল রানা প্রতিষ্ঠানের সমৃদ্ধিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিএনএ/এ আর