20 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২ সন্তানের মরদেহ বিছানায়,রশিতে ঝুলছিল মা

২ সন্তানের মরদেহ বিছানায়,রশিতে ঝুলছিল মা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি বাড়ি থেকে গৃহবধূকে জাহানারা জিসান এবং তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর থেকে ঈদগাঁও থানার পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্ত্রী জিসান আকতারকে (২৫)। বিছানায় পাওয়া যায় তাদের দুই মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) মরদেহ। পুলিশ ধারণা করছে বিকেল ৫টার দিকে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্প সময়ে ব্যবসায় সফলতা পাওয়ায় তার পরিবার ভালোই চলতো। কিন্তু পরিবারে কোনো ধরনের কলহ ছিল কি না তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুলেন শহিদুল হকের স্ত্রী।

কি কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান পুলিশ কাজ করছে বলে জানান ঈদগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হালিম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ