17 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

বিএনএ,কুমিল্লা:কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।আহত হয়েছে অন্তত ১০ জন।মঙ্গলবার(২২ ডিসেম্বর)দুপুরে চান্দিনা ও দাউদকান্দিতে দুর্ঘটনা  দুটি ঘটে।দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল খাদে পড়ে কামাল উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।নিহত কামাল উদ্দিন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের ফিল্ড কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।দুর্ঘটনাকবলিত বাস থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এদিকে, দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় বিকল হওয়া চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানে কাজ করছিলেন গাড়িটির হেলপার।সে সময় পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই হেলপারকে চাপা দেয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।নিহত হেলপার জয়নাল আবেদিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার মানিক মিয়ার ছেলে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ