বিএনএ,ঢাকা: প্রায় ৩’শ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তদন্ত শেষে মঙ্গলবার(২২ ডিসেম্বর) দুদকের কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়।এতে তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।শিগগিরই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন, দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।
গত বছরের শুদ্ধি অভিযানে ২০ সেপ্টেম্বর গ্রেফতার হন কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার গোলাম জি কে শামীম।সে সময় অস্ত্র মদক ও অর্থ পাচার আইনে তার বিরুদ্ধে মামলা করে র্যাব।
শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এককভাবে গণপূর্তের ১৩টি ও যৌথভাবে আরও ৪২টি প্রকল্পের মোট ৪ হাজার ৬৪২ কোটি ২০ লাখ টাকার কাজ করে।এক দশকে ১০ হাজর কোটি টাকার কাজ করলেও সে অর্থ আয়কর নথিতে অনুপস্থিত।
শামীমের সম্পদের তদন্তে দেখা যায়, জি কে শামীম ২০১৮–১৯ করবর্ষে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকা দেখালেও ৫০ কোটি টাকা অর্জনের বৈধ উৎস খুঁজে পাওয়া যায় নি।অস্থাবর সম্পদের ৩৮ কোটি দেখালেও কোম্পনিতে বিনিয়োগ, এফডিআর ও গাড়ি কেনা বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার কোনো বৈধ উৎস কাগজে কলমে নিখোঁজ।
এছাড়া, তার কার্যালয়ে পাওয়া ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা এবং ৭ লাখ ৪৭ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলারের কোনো উৎস নেই।সব মিলিয়ে তদন্ত শেষে আজ জি কে শামীমের প্রায় ৩শ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন দেয় দুদক।শুধু তাই নয়, মা আয়েশা আক্তারকে জিকেবি অ্যান্ড কোম্পানির ২০ শতাংশের মালিক দেখানো হয়। মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর করে নিজের সম্পদের বৈধতা দেয়ার চেষ্টা করেছেন শামীম।
এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দ্বিতীয় দিনের মত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালেকের স্ত্রী নার্গিস আক্তারকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের উত্তর পাশে ছয় কাঠা জমির ওপর সাততলা দু’টি আবাসিক ভবনের মালিক এই গৃহিনী। এছাড়া আরও ১০-১২ কাঠার প্লটসহ অনেক সম্পদ রয়েছে তার নামে।
বিএনএনিউজ/আরকেসি