21 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » শেষ ম্যাচ জিতে হোয়াইটহোয়াশ এড়াল পাকিস্তান

শেষ ম্যাচ জিতে হোয়াইটহোয়াশ এড়াল পাকিস্তান

শেষ ম্যাচ জিতে হোয়াইটহোয়াশ এড়াল পাকিস্তান

বিএনএ,স্পোর্টসডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় ৪ উইকেটে জিতল পাকিস্তান।মঙ্গলবার (২২ ডিসেম্বর)নেপিয়ারের  ম্যাকলিন পার্কে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। প্রথম এবং দ্বিতীয় ম্যাচে হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৭৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল বাকী রেখে ৪ উইকেটে জয়লাভ করেছে পাকিস্তান।

১৭৪ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করে মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী।৫ ওভারে তুলে নেয় ৪০ রান।১১ রান করা হায়দারকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গে কুগলেইজন। এরপর হাফিজ নেমে দারুণ সঙ্গ দেয় রিজওয়ানকে। জুটি করে ৮২ রানের। এই জুটি আর বড় করতে দেয়নি কুগলেইজন হাফিজকে আউট করে।২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।খুশদিল শাহ নেমে ১০ বলে ১৩ রান করে ফেরেন জেমস নীশামের বলে। ১৯ তম ওভার করতে আসা টিম সাউদি পরপর দুই বলে সাদাব খান ও ফাহিমকে ফিরিয়ে খেলা জমিয়ে তুলে।জয়ের কাছে এসে জেমিনসনের বলে ফিরেন অসাধারণ খেলতে থাকা মোহাম্মদ রিজওয়ান।খেলেন ৫৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৯ রানের ইনিংস। শেষে ৭ বলে ১৪ রান নিয়ে সফরকারিদের জয় নিশ্চিত করে ইফতিখার আহমেদ।

এর আগে টস হেরে কনওয়ের ৬৩,সিফার্টের ৩৫ ও গ্লেন ফিলিপ্সের ৩১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফাহিম আশরাফ নেন তিনটি,হারিস রৌউফ ও শাহীন আফ্রিদি নেন দুটি করে উইকেট।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ