23 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের


বিএনএ, ঢাকা : অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের দায়ের করা মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই সময় বেঁধে দেন।এর আগে ১০ ডিসেম্বর সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

গত ২৬ নভেম্বর দায়ের হওয়া মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম। কিন্তু জামিন না দিয়ে তাদেরকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। কিন্তু তাদের ১০ দিনের সময় দেয়া হলেও নিম্ন আদালতের অবকাশকালীন ছুটির কারণে তারা  আত্মসমর্পণ করতে পারেননি। এরফলে সংশোধিত আদেশ নিতে হাইকোর্টে আসেন তারা।

উল্লেখ,১১ নভেম্বর কুয়েতে গ্রেফতার হওয়ার পর পাপুল এবং তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে দুদকের উপ পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পাপুলের শ্যালিকা জেসমিন ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।এছাড়া ‘কাগুজে প্রতিষ্ঠানের’ আড়ালে জেসমিন পাঁচ ব্যাংকের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।এসব কাজে জেসমিনকে পাপুল, তার স্ত্রী ও মেয়ে সহযোগিতা করায় দুদক তাদের আসামি করেছে।

মামলায় জেসমিনের বিষয়ে বলা হয়, জেসমিন শিক্ষার্থী থাকাবস্থায় বোন সেলিনা ও দুলাভাই পাপুলের অবৈধভাবে অর্জিত অর্থ মানি লন্ডারিং করে বৈধ রূপ দিতে ‘লীলাবালি’ নামের একটি কাগুজে প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন ব্যাংকে তার প্রায় ৪৪টি হিসাব পাওয়া গেছে।এনআরবি কমার্শিয়াল ব্যাংকেই শুধু তার ৩৪টি এফডিআর হিসাব রয়েছে।পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন।এ কারণে বিশেষ সুবিধা নিতে কোনো বেগ পেতে হয়নি জেসমিনের।অর্থ ও মানবপাচারের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের কারাগারে আছেন।

বিএনএনিউজ/জেবি,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ