22 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

মক্কা

মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কাবা শরীফ) নারী হজব্রত পালনকারীদের সহায়তার জন্য দেড় হাজার নারী নিয়োগ দিয়েছে মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। এদের মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় মোট ৬০০ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি নারী কর্মীদের অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। খবর- আরব নিউজ।

সৌদি গণমাধ্যম জানায়, কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ বিষয়ে নারী বিষয়ক উন্নয়ন উপ-প্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরো উন্নত হয়।

তিনি আরো জানান, সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন ২০৩০ এর সঙ্গে মিল রেখেই কাবা শরীফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ