21 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে ৯ হাজার প্রাণহানি

বিশ্বে একদিনে ৯ হাজার প্রাণহানি

করোনা

মহামারি থেকে বাঁচাতে বিশ্ববাসীকে যখন আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। ঠিক তখনই আরেক শঙ্কা করোনার নতুন ধরনের বিস্তার। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার মানুষ মারা গেছেন। এ নিয়ে বছরজুড়ে মহামারীতে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ছাড়িয়েছে।

২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৮ কোটি।

সোমবার ১ হাজার ৭০০ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১ কোটি সাড়ে ৮৪ লাখ মানুষ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৫০০ মানুষ মারা গেছেন ব্রাজিলে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের বেশি।

এদিকে গড়ে ৫০০ বেশি দৈনিক মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানি, রাশিয়া। সাড়ে ৩০০ থেকে ৪০০ মৃত্যু দেখেছে ইতালি-ফ্রান্স। দৈনিক মৃত্যু ৩শ’তে নেমে আসায় ভারতে কোভিডে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৯ হাজারের মতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুক্তরাজ্য ছাড়াও নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও এই নতুন প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে। যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার কথা শুনে দেশটির সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় ভিন্ন ভিন্ন প্রস্তুতির কথাও জানিয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ