17 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ভারতীয়দের ৬ উইকেটে হারালো বাংলাদেশীরা

ভারতীয়দের ৬ উইকেটে হারালো বাংলাদেশীরা

ভারতীয়দের ৬ উইকেটে হারালো বাংলাদেশীরা

প্রবাস ডেস্ক:  কুয়েত ক্রিকেট কাউন্সিল আয়োজিত ডোমেস্টিক ডেজার্ট লিগ টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলায় ভারতীয়দের ৬ উইকেটে হারালো বাংলাদেশীরা।

সোমবার(২১ডিসেম্বর) রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতীয়দের দল ১০ উইকেটে সংগ্রহ করে ১১৩ রান।

বাংলাদেশি কুয়েত প্রবাসীদের দল জিলিব নাইট রাইডার্স( জেকেআর) ১১৪রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারেই জয় পায়। এ তে প্রবাসীদের মধ্যে খুশিতে আনন্দের বন্যা বয়ে যায়।

ফাইনালে সেরা ব্যাটসম্যান হয়েছেনজিলিব নাইট রাইডার্স এর আল আমিন ও ম্যাচ সেরা হয়েছেন একই দলের কাউসার।

খেলা শেষে কুয়েতের সোলাইবিয়া কেসিসি গ্রাউন্ডে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিভিন্ন দেশের ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ডোমেস্টিক ডেজার্ট লীগ টুর্নামেন্ট ২০২০। পাকিস্তান সহ বিভিন্ন দেশের বড় বড় দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠে প্রবাসী দল জিলিব নাইট রাইডার্স।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ