বিএনএ বিশ্বডেস্ক : অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটজ। এরপরেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।
বন্ডিকে বেছে নেওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, বন্ডি প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এবং ফ্লোরিডারা বাসিন্দাদের জন্য নিরাপদ রাস্তার ব্যবস্থা করেছেন।
ট্রাম্প বলেছেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনটা আর হবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বন্ডি। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেছেন।
বিএনএ/ওজি