18 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে এসিড মেরে স্বর্ণালংকার ছিনতাই, দগ্ধ মা-মেয়ে

রাজধানীতে এসিড মেরে স্বর্ণালংকার ছিনতাই, দগ্ধ মা-মেয়ে

সাবেক সেনা সদস্য হত্যার নেপথ্যে ‘ছিনতাই’

বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায়  ছিনতাইকারীরা এসিড মেরে এক মা ও মেয়েকে দগ্ধ করে  স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। দগ্ধরা হলেন,সাথী রানী হাওলাদার (৩৬) ও তার মেয়ে বিজু হাওলাদার (২)

বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় মা ও মেয়ে কে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হাওলাদার জানান, আমার ভাই জয় কুমার হাওলাদার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সকালের দিকে  আমার ভাবি, ভাতিজি বিজুকে নিয়ে  চুল কাটাতে যায় । ভাতিজির চুল কাটিয়ে বাসায় ফেরার পথে বাসার সামনেই ওৎ পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী আমার ভাবির গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময়  চিৎকার দিলে ওই সময় তাদের কাছে  একটি বোতলে থাকা এসিড জাতীয় দ্রব্য ভাবির উপরে নিক্ষেপ করে। আমার ভাতিজির গায়ে এসে লাগে।পরে আমরা খবর পেয়ে দুজন কে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি  রাখেন চিকিৎসক ।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি পাবনা জেলা ফরিদপুর থানার ডেমরা গ্রামে । বর্তমানে,তুরাগ কামারপাড়ার তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। ভাইয়ের দুই মেয়ে রয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,আমাদের এখানে মা ও মেয়ে এসিড দগ্ধ হয়ে এসেছে তাদের  মধ্যে মেয়ে বিজুর ১৫শতাংশ দগ্ধ ও সাথী রানীর ১৩শতাংস দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি রাখা হয়েছে অবস্থা শঙ্কামক্ত নয় বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার