17 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ‘ডার্ক হর্স’ ডেনমার্ককে রুখে দিয়েছে তিউনিসিয়া

‘ডার্ক হর্স’ ডেনমার্ককে রুখে দিয়েছে তিউনিসিয়া

'ডার্ক হর্স' ডেনমার্ককে রুখে দিয়েছে তিউনিসিয়া

বিএনএ, ক্রীড়া ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া রুখে দিল কাতার বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হিসেবে পা রাখা ডেনমার্ককে।০-০ ড্র করেছে। পুরো ম্যাচ ডেনিসরা নিয়ন্ত্রণ করেছে।

গোল মুখে পাঁচটি গোল হওয়ার মতোই আক্রমণ করেছে। কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০ এ থাকা ডেনিসরা ৩০ নম্বরে থাকা তিউনিসদের বিপক্ষে গোল করতে পারেনি। গোল মুখে মাত্র একটি শট নেওয়া তিউনিসিয়ার জন্য এই ড্র ও একটি পয়েন্ট তাই বড় প্রাপ্তি।

৬৯ মিনিটে এরিকসেনের একটি শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন তিউনিসিয়ার গোলরক্ষক ডাহমেন। পরের মিনিটেই ভালো সুযোগ এসেছিল ডেনমার্কের সামনে। কর্নার থেকে ওলসেনের সামনে দিয়ে বল গেলেও তিনি হেড নিতে পারেননি।

শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেছিল ডেনমার্ক ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে। কিন্তু তিউনিসিয়া সেটা হতে দেয়নি। ডেনার্কের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার দলটি।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ