25 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত


বিএনএ, সিলেট : দিনভর জনভোগান্তির পর রাতে সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সিলেট বিভাগীয় কমিশনারের সাথে ঘন্টাব্যাপী বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সরকার।

আবু সরকার বলেন, ‘বিভাগীয় কমিশনার আমাদের দাবি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।’

‘দাবি মানা না হলে আগামী ৫ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করা হবে,’ যোগ করেন তিনি।

সোমবার ভোর ৬টা থেকে ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

ধর্মঘটের কারণে সকাল থেকে পুরো সিলেট বিভাগে বন্ধ ছিলো বাস ট্রাক, অটোরিকশাসহ বেশিলবাগ পরিবহন। নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষত এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয় সবচেয়ে বেশি। হেঁটেই অনেককে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ