16 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে।  সেইসঙ্গে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ১০৮ জন মারা গেছেন। সব মিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫১ লাখ ৬৭ হাজার ৫৮১ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন। সব মিলিয়ে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২২ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

আন্তর্জাতিক সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাজ্যে।দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪ জন। মারা গেছেন ৬১ জন। এখন  পর্যন্ত সেখানে ৯৮ লাখ ৪৫ হাজার ৪৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৯২৭ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৫২ জন মারা গেছেন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯৭০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৯৩ লাখ ৩১ হাজার ১৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৯৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ও প্রাণহানি কমে এসেছে। দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৮৪ জন। মারা গেছেন ৯৬ জন। ফলে সেখানে এ পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৩ হাজার ৬৫১ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১২৬ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৭২২ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। মহামারি শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জন।

এছাড়া ইরানে ১০৪ জন, তুরস্কে ১৯৫ জন, পোল্যান্ডে ৪১ জন, মেক্সিকোতে ২২৭ জন এবং ফিলিপিন্সে ১৭৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত  বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ