বিএনএ সুনামগঞ্জ: সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। রোববার (২১শে নভেম্বর) রাতে উপজেলার ডাবর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯), লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮) ও পুতুল দাসের ছেলে খোকন দাস (২ )।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীরা শান্তিগঞ্জের শত্রুমর্দন গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসে বাড়ির পথে রওনা হন। রাতে ওই এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসে থাকা ১১ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিন শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিএনএনিউজ/আরকেসি