17 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নতুন নেতার নাম গোপন রাখতে চায় হামাস

নতুন নেতার নাম গোপন রাখতে চায় হামাস

নতুন নেতার নাম গোপন রাখতে চায় হামাস

বিএনএ বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন নেতার নাম গোপন রাখবে। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে হামাস।হামাসের  পক্ষ থেকে জানানো হয়েছে, গোষ্ঠীর নেতা ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি বেছে নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন নেতার নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাস নিরাপত্তায় যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে খুব সম্ভবত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে হামাসের আভ্যন্তরীণ আলোচনা চলছে।

হামাসের আভ্যন্তরীণ সূত্র অনুসারে, গোষ্ঠীটি মার্চ মাসে পরবর্তী আভ্যন্তরীণ নির্বাচন পর্যন্ত নতুন নেতার নাম-পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত নতুন কোনো প্রধান নেতা বেছে নিচ্ছে না হামাস। ফলে দলের চেইন অব কমান্ডেও কোন পরিবর্তন হচ্ছে না।

হামাসের একজন উচ্চ পর্যায়ের নেতা এএফপিকে বলেছেন, ‘ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাৎ বরণের ঘটনার পর থেকে আমরা হামাসের চেইন অব কমান্ড নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করছি। কাতারে হামাসের যেসব শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে থেকে ৫ জনকে বেছে নিয়ে একটি কমিটি গত সেপ্টেম্বরে গঠিত হয়েছিল। দলের নীতিনির্ধারনী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আপাতত সেই কমিটিই নেবে।

হামাস কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে হত্যা করা হয়েছিল তাতে হামাস বিস্মিত হয়েছিল। কারণ তাকে যখন হত্যা করা হয় তখন তিনি অনেক বেশি নিরাপদ অবস্থানে ছিলেন। তেহরানে সাবেক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার মাত্র দুই মাস পর সিনওয়ারের মৃত্যু হলো। ইয়াহিয়া সিনওয়ারকে গত বছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার ঘটনার হোতা বলে মনে করা হত।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সিনওয়ারকে হত্যা করা সত্ত্বেও যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আন্দোলনের শর্ত পরিবর্তন হয়নি। হামাস গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার, শত্রুতার অবসান, মানবিক সাহায্য হস্তান্তর এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের দাবি অব্যাহত রেখেছে। যে শর্তগুলো ইসরায়েল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে হামাসকে আত্মসমর্পণ করার কথা জানিয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ