স্পোর্টস ডেস্ক: ICC Men’s Cricket World Cup 2023 এর পর পর চার ম্যাচে অপরাজিত ছিল নিউজিল্যান্ড-ভারত(India v New Zealand)। ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় চার ম্যাচে তাদের আট পয়েন্ট। রবিবার(২২ অক্টোবর ২০২৩) ছিল নিজেদের পঞ্চম ম্যাচে শেয়ানে শেয়ানে লড়াই। ভারত ৪ উইকেটে জয় পেয়ে পরপর ৫ খেলায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে।
ভারতের ধর্মশালায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ভারত ৪৮ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে নেয়।
পেসার মোহাম্মদ সামির দারুন বোলিংয়ে শেষ ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান পায় নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে নামা সামি ৫৪ রানে নিয়েছেন ৫ উইকেট। দু’বার জীবন পেয়ে ১২৭ বলে ১৩০ রান করেন মিচেল।
ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগের নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে বিদায় দেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। নবম ওভারে আরেক ওপেনার উইং ইয়ংকে ১৭ রানে থামিয়ে দেন সামি।
১৯ রানে দুই ওপেনারের বিদায়ের পর ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন রবীন্দ্র ও মিচেল। ২১তম ওভারে নিউজিল্যান্ডের রান ১শতে নেন তারা। ২৩তম ওভারে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ৫৬ বল খেলা রবীন্দ্র। ২৭তম ওভারে ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক করেন ৬০ বল খেলা মিচেল।
মিচেল-ফিলিপস ক্রিজে থাকা অবস্থায় ৪০ থেকে ৪৫ ওভারে মাত্র ২৮ রান পায় নিউজিল্যান্ড। ৪৫তম ওভারে ফিলিপসকে ২৩ রানে থামিয়ে নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ান কুলদীপ। মিচেলের সাথে জুটিতে ৪৫ বলে ৩৮ রান তুলেছিলেন ফিলিপস।
ফিলিপস ফেরার পর নিউজিল্যান্ডের পরের দিকের ব্যাটারদের দুই অংকের কোটা স্পর্শ করতে দেননি ভারতীয় পেসার সামি। অন্যপ্রান্তে মিচেল থাকলেও দ্রুত রান তুলতে পারেননি তিনিও। সামির তোপে ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শেষ ৬ ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। ৯ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ১২৭ বলে ১৩০ রান করেন মিচেল।
সামি ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন। ৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন সামি।
ভারতের ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল আরেকটি দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ দাড় করায়।
লকি ফার্গুসনের ভূমিকা ভারতের ইনিংসকে ধীর করে দেয়, পেসার রোহিতকে ৪৬ রানে এবং শুভমান গিলকে ২৬ রানে বিদায় দেন।
খেলার মাঠ কুয়াশার চাদর ঢেকে গেলে ম্যাচটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন আম্পায়াররা অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করার কারণে।
বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার তাদের পার্টনারশিপ আবার শুরু করেছিলেন।
কিন্তু ট্রেন্ট বোল্ট আইয়ারকে ৩৩ রানের মাথায় বিদায় জানান ।
কোহলি ১০৪ বলে ৯৫ রান করে আউট হন।
কিন্তু এ কেএল রাহুল ২৭ রানে বিদায় নেন।
সূর্যকুমার যাদবের বিশ্বকাপে ব্যাট হাতে প্রথম উপস্থিতি অকালে শেষ হয়ে যায় যখন তিনি ২ রানে আউট হন।
রোহিত ৪৬, শুভমান গিল ২৬,বিরাট কোহলি ৯৫, শ্রেয়াস আইয়ার ৩৩,রাহুল ২৭, সূর্যকুমার যাদব ০২,রবীন্দ্র যাজেদা ৩৯(অপরাজিত), সামি ০১(অপরাজিত)।
India v New Zealand,India won by 4 wickets
বিএনএনিউজ২৪,জিএন