20 C
আবহাওয়া
৩:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩


বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এ মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করেন।

মৃতরা হলেন, মনসুর হেলাল (২৫), অজ্ঞাত পরিচয় (২৭) ও (৪০) বছরের দুই ব্যক্তি।

মাজহারুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁওয়ের মধ্যবর্তী রেললাইন ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  এছাড়া শুক্রবার দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর নামে এক যুবক মারা গেছেন।

তিনি আরও জানান, ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে তিনজনের মৃত্যুর ঘটনায় দুজনের পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তের জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কাওরান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে মনসুর হেলাল নামে যে যুবক মারা গেছেন তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ