23 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট জিল্লুর রহমান ফ্লাইওভারের উপরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফায়জুল ইসলাম খান উল্লাস (১৮) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ওই যুবক মিরপুরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।  পরে ক্যান্টনমেন্ট জিল্লুর রহমান ফ্লাইওভারে পেছন থেকে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাইভেটকার শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।সিসি টিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

নিহত ফায়জুল ইসলাম খান উল্লাসের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি পরিবারসহ রাজধানীর মিরপুরে থাকতেন। ফায়জুল উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলে জানা গেছে। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ