17 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে বসতঘরে ৮টি পদ্ম গোখরা উদ্ধার

হাটহাজারীতে বসতঘরে ৮টি পদ্ম গোখরা উদ্ধার


বিএনএ,চট্টগ্রাম: হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি বসতঘর থেকে ৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর)রাতে এ সব সাপ উদ্ধার করে বনবিভাগ।পরে বৃহস্পতিবার(২১ অক্টোবর) দুপুর ২টার দিকে হাটহাজারীর পশ্চিমে জঙ্গলে সাপগুলো ছেড়ে দেয়া হয়।
এলাকাবাসী জানায়,বুধবার (২০ অক্টোবর) রাতে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বালুরটাল এলাকার কালু গাজী চৌধুরীর বাড়ির মাহবুব মেম্বারের বসতঘর থেকে এসব সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, সরকারহাট এলাকার মাহবুব মেম্বারের বসতঘর থেকে ৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপগুলো আজ সকালে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ