19 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » একদিনের ব্যবধানে ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুইপক্ষ

একদিনের ব্যবধানে ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুইপক্ষ

একদিনের ব্যবধানে ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুপক্ষ

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ২৪ ঘন্টা পার না হতেই আবারো সংঘর্ষে জড়িয়েছে সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) নামে গ্রুপ দুটি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহ আমানত ও শাহ জালালের সামনে সংঘর্ষ চলছে।

গতকাল প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা-কাটাকাটি নিয়ে এ ঘটনার সূত্রপাত। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ একই ঘটনায় ফের সংঘর্ষে গ্রুপ দুটি। যদিও গতকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

গতকালের ঘটনায় উভয়পক্ষের প্রায় ৬ জন নেতাকর্মী আহত হয়।

একদিনের ব্যবধানে ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুপক্ষ
সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে পুলিশের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, ঘটনাস্থলে আমরা আছি। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

উল্লেখ, সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আরও পড়ুন: রাবি ছাত্রলীগের হল সভাপতি তন্নীকে রুম ছাড়ার নির্দেশ

বিএনএনিউজ/ সুমন, বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ