25 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আগামী মাসে মধুমতি সেতু উদ্বোধন-সেতুমন্ত্রী

আগামী মাসে মধুমতি সেতু উদ্বোধন-সেতুমন্ত্রী

বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা:ওবায়দুল কাদের

আগামী মাসে ভাঙ্গা-ভাটিয়াপাড়া-বেনাপোল মহাসড়কে মধুমতি নদীর উপর নবনির্মিত মধুমতি সেতু (কালনা সেতু)’র উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী (২২ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানি এবং নড়াইলের লোহাগড়াকে সংযোগকারী নবনির্মিত মধুমতি সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী আরো জানান, ক্রসবর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মধুমতি নদীর উপর নবনির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার, প্রস্থ ২৭.১০ মিটার এবং মোট ব্যয় ৯৫৯ কোটি ৮৫ লক্ষ টাকা।

মন্ত্রী বলেন, সেতুটি নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন-নড়াইল, মাগুরা, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার সাথে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হল। এসকল জেলাগুলোর সাথে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে আর কোনো বিচ্ছিন্নতা থাকবে না।

এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, ক্রসবর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্যসহ স্থানীয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ