21 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


বিএনএ, নারায়ণগঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  রাকিব হাসান (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে প্রতিপক্ষরা।  বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ  এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার ৮-১০ জন অনুসারী মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাকিব হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ