21 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » এই জয় কেবল সফলতার শুরু: কাজী সালাউদ্দিন

এই জয় কেবল সফলতার শুরু: কাজী সালাউদ্দিন

সফলতার শুরু

বিএনএ ডেস্ক: দক্ষিণ এশিয়ায় জাতীয় ফুটবল দলের বিজয় কেবল সফলতার শুরু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। বাফুফে ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী ফুটবল দল বাফুফে ভবনে পৌঁছানের পর তাদের ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তিনি। এর আগে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে সাড়ে ৪ ঘণ্টার জার্নি শেষে রাত সাড়ে ৭টার দিকে বাফুফে ভবনে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল ও স্টাফরা।

ব্রিফিংয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেতে গিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, সাফল্যের পথে যাত্রাটা কেবলই শুরু হলো। সবার সমর্থন নিয়ে আরও অনেক দূর যেতে চান তিনি।

বলেন, ২০০৩ সালে পুরুষদের সাফ জয়ের পর ফুটবলে বড় সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। আরেকটি সাফল্যের জন্য অপেক্ষা করতে হলো দীর্ঘ ১৯ বছর। অবশেষে নারীদের হাত ধরে নবজন্ম পেল দেশের ফুটবল।

ছাদ খোলা বাসে ট্রফি হাতে সাবিনা খাতুন
ছাদ খোলা বাসে ট্রফি হাতে সাবিনা খাতুন

কাজী সালাউদ্দিন বলেন, সামনে এগিয়ে যেতে সবাইকে সঙ্গে চান তিনি, ‘বাংলাদেশ ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এভাবেই সকলের সহায়তা প্রয়োজন বলে জানান তিন। বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন খেলাপ্রেমী মানুষ, ক্রীড়ামন্ত্রীও তাই। আমরা যদি একসঙ্গে থাকি, তবে আমরা এই ধরনের আরও অনেক সফলতা দেখতে পাব। আমার সবার সমর্থন প্রয়োজন। আপনারা সবাই যে কষ্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বিমানবন্দরে নারী ফুটবলারদের ফুলেল সংবর্ধনা
বিমানবন্দরে নারী ফুটবলারদের ফুলেল সংবর্ধনা

শিরোপাজয়ী দলকে কৃতিত্ব দেয়ার পাশাপাশি ইতিবাচক ভূমিকা রাখায় সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে কাজী সালাহউদ্দিন বলেন, ‘সবাইকে সালাম এবং ধন্যবাদ এখানে আসার জন্য। বলেন, বাংলাদেশ ফুটবল দলের এই সাফল্যের কৃতিত্ব দিতে হয় খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের। আজকের এই প্রাপ্তিটা তাদের হাত ধরে এসেছে। সে সঙ্গে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও। আপনাদের ইতিবাচক ভূমিকার কারণেই সমুদ্রের মতো মানুষের ঢল নেমেছে।

উন্নত দেশ ও দল গড়তে ভবিষ্যতেও এমন একতা প্রত্যাশা করে বাফুফে সভাপতি বলেন,  দেশের ফুটবলকে দাঁড় করাতে হলে খেলোয়াড়, কোচ, সরকারের সমর্থন, মানুষের সমর্থন এবং মিডিয়ার সমর্থন প্রয়োজন। এই পাঁচটি জিনিসকে এক করতে পারলেই বিজয়ী দল গড়ে তোলা সম্ভব।

তবে বাফুফে সভাপতির ব্রিফিংয়ের সময় তার পাশে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও কোচ বসার সুযোগ না পাওয়ায় সমালোচার ঝড় বইছে। অনেকে বলছেন, নারী ফুটবল দলের প্রতি বাফুফে সভাপতির অবহেলা আবারও ফুটে উঠেছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ