18 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর পূর্ব রামপুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর পূর্ব রামপুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর পূর্ব রামপুরার জামতলার একটি বাসা থেকে লামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তার স্বামী হৃদয় ফকির পলাতক রয়েছে।  বুধবার(২২ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ১৩৮/৪/৫/এ নম্বর বাসার চতুর্থ তলায় যাই। সেখানে ঘরের দরজা বন্ধ পাই। ভেতর থেকে মরদেহের গন্ধ আসায় পাশের ফ্লাটের লোকজন আমাদের খবর দেয়। দরজা ভেঙে ভেতর ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওই নারী ঝুলছে। তার দেহ পচে গেছে। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। ।

তিনি আরও জানান, নিহতের স্বামী হৃদয় পলাতক। ৩-৪ মাস আগে হৃদয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের বিয়ে হয়। হৃদয় একটি গ্যারেজে ডেন্ট-পেইন্টের কাজ করতো। মরদেহ দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। তারা দুজনে একই নম্বর ব্যবহার করতো। মরদেহটির কিছু দূরেই তার মোবাইল পড়ে ছিল। তার স্বামী হৃদয়কে গ্রেফতার করলেই আসল ঘটনা জানা যাবে।

নিহতের দুলাভাই নুরুজ্জামান মৃধা জানান, আমার স্ত্রীর বড় বোন সোমবার ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসে। পরে রাত হয়ে গেলে লামিয়াকে ফোন দিলে সে ফোন ধরে না। আজ খবর পেলাম তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী হৃদয়ও পলাতক রয়েছে। কয়েক মাস আগে তারা বিয়ে করেছে।

তিনি আরও জানান, আমার শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোরখোলা গ্রামে। শ্বশুরের নাম শেখ মোমেদ। লামিয়ার বোন মাকসুদা আক্তার বাদী হয়ে রামপুরা থানার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম