20 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

বিএনএ, সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু তেলবাহী ট্রাকটি তাৎক্ষণিক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছি। তবে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ