27 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্ত ৪৮, মৃত্যু ১

চট্টগ্রামে করোনা শনাক্ত ৪৮, মৃত্যু ১

১৯ মাস পর করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৮ জন। এসময় করোনায় মারা গেছেন ১ জন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৭৪ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ২৮ জন ও উপজেলার ২০ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৪ জন। এছাড়া নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে ২৮ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৪৩৬ জন।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ