25 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র হলো ছাত্রলীগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র হলো ছাত্রলীগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


বিএনএ, মেহেরপুর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাজনীতির প্রশিক্ষণ  কেন্দ্র হলো ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলনেই ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের দক্ষ সৎ রাজনীতিবিদ ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬২, ৬৬, ৬৯ এর গণ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন কৃষকদের ধানকাটা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন। বর্তমান ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।

বর্তমান ছাত্রলীগের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধু দুইটি স্বপ্ন দেখতেন, এক মানুষের মুক্তি ও দুই উন্নত জীবন-যাপন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল অপশক্তিকে রুখে দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাবলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলকার নাইন বাইজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি আদিব হোসেন আসিফ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ