bnanews24.com
স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান আর নেই

স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান আর নেই

স্পোটস ডেস্ক: স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নওশেরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা আক্রান্ত হয়ে (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নওশেরুজ্জামানের চাচাতো ভাই সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে করোনায় আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর ইবনে সিনা হাসপাতালে নওশেরুজ্জামানকে ভর্তি করানো হয়। পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে স্থানান্তর করা হয়।

১৯৫০ সালের ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্ম নেওয়া নওশেরুজ্জামান ক্লাব ক্যারিয়ার শুরু করেন ১৯৬৭ সালে রেলওয়ের হয়ে। এরপর ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদা ঘুরে ১৯৭৫ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ থেকে ৮০ সাল পর্যন্ত খেলেছেন ওয়ান্ডারার্সে।

কে এম নওশেরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

বিএনএ/ এমএই

আরও পড়ুন

উইন্ডিজ নারী দলের সহকারী কোচ হলেন কোর্টনি ওয়ালশ

Osman Goni

জিপিএ-৫ নিয়ে উন্মাদনা সুখকর নয়-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

bnanews24

লাওসে বাস দুর্ঘটনা, ১৩ চীনা পর্যটক নিহত

showkat osman