22 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ১০ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ১০ মামলা

hasina

বিএনএ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনার বিরুদ্ধে আরো ১০টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় হয়েছে পাঁচটি মামলা, আর ঢাকার বাইরে পাঁচটি। এ নিয়ে ৯ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৩৯টি মামলা হলো।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন– তাঁর বোন শেখ রেহানা, একাধিক মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ নেতা। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরো তিনটি অভিযোগ করা হয়েছে।

ফিরোজ তালুকদার নামে একজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার সিএমএম আদালতে আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯ জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলি মিরপুর গোলচত্বর ১০ এলাকায় অবস্থান করা ফিরোজের গায়ে লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়াকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে অভিযোগ করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় বলা হয়েছে, ১৯ জুলাই রামপুর গোলচত্বরে যৌথ বাহিনীর ছোড়া চায়নিজ রাইফেলের গুলি রাসেলের বুকে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন সিকদার (৩১) নামে এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রাজধানীর বাড্ডা থানায় নিহতের মা মোছা. মাছুমা এ মামলা করেন। এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই দুপুরে প্রগতি সরণিতে সুমনের শরীরে গুলি লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জুনিয়র টেকনিশিয়ান এলেম আল ফায়দি হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুল আলম। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় বলা হয়েছে, ১৯ জুলাই সূত্রাপুর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে গুলি চালায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পুলিশ। সেখানে ফায়দির মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৪ আগস্ট ফার্মগেট ফুট ওভারব্রিজের নিচে গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী তৌহিদুল হক। এ ঘটনায় গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। আদালত তেজগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালে অভিযোগ

আন্দোলন চলাকালে জুলাই মাসে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। গতকাল ধানমন্ডির তদন্ত সংস্থায় চট্টগ্রামের ওমরগণি এম ই এস কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন এ অভিযোগ করেন।

অপর দুটি আবেদন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন এবং মিরপুরের সেনপাড়া এলাকার আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। এখন পর্যন্ত সাতটি মামলার আবেদন তদন্ত সংস্থায় কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করা হয়েছে বলে জানান উপপরিচালক (প্রশাসন) ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান।

শেখ হাসিনার নামে ঢাকার বাইরে আরো ৫ মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ আগস্ট গুলিতে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রূপগঞ্জ থানায় এ মামলা করেন রোমানের খালা রিনা। ১৯ জুলাই সাইনবোর্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৮০ জনের নামে মামলা হয়েছে। গতকাল ফতুল্লা থানায় মামলাটি করেন নিহতের মা সাহিদা বেগম।

সিদ্ধিরগঞ্জে গত জুলাই মাসে গুলিতে মনির হোসেন নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল মনিরের ছোট ভাই সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

গাজীপুরে আন্দোলন চলাকালে ২০ জুলাই নূর আলম নামে এক শ্রমিককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার নূর আলমের বাবা আমির আলী বাসন থানায় এ মামলা করেন।

চট্টগ্রামে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে যুবক ফজলে রাব্বি নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২৭০ জনের নামে মামলা হয়েছে। গতকাল নগরের চান্দগাঁও থানায় মামলাটি করেন রাব্বির বাবা সেলিম।

শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৮৭ জনের বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে। গতকাল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম ও দ্রুত বিচারিক আদালতে এ মামলা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।

সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট সুজন ও সাব্বির নামে দুই যুবক নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার সুজনের বাবা সহিদুল ইসলাম এবং সাব্বিরের মেয়ে লিজা আক্তার আশুলিয়া থানায় মামলা দুটি করেন। এসব মামলার আসামি লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি মোতাহার হোসেনসহ ২০৪ জন।

চাঁদপুর শহরে আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে জখম ও বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সাবেক মন্ত্রী ড. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৬২৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। বাদী নুরুল ইসলাম খান নামে এক ব্যক্তি। ২০২২ সালের ২৭ আগস্ট খুলনা নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে হামলা ও লুটপাটের অভিযোগে ৭৫ জনের নামে মামলা হয়েছে। গতকাল খালিশপুর থানায় মামলাটি করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মানিকছড়ি থানায় এ মামলা করেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারক্যাম্প ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার নগরীর চন্দ্রিমা থানায় এ মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আওরঙ্গজীব মো. আব্দুর রহমান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ