28 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বিএনএ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘Mental Health and Well-being’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানসিক চাপ ও বিষণ্ণতা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। আর্থিক সংকটসহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।”

তিনি শিক্ষার্থীদের নিজের ও সহপাঠীদের প্রতি যত্নশীল হওয়া এবং সকলকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সৈয়দ বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা ও শিক্ষার্থীগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিএনএ/মোছাদ্দেক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ