25 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শার্শায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শার্শায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিএনএ, শার্শা (যশোর): যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোতালেবকে গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব-৬’র সদস্যরা। মঙ্গলবার (২২ আগস্ট) ভোররাতে যশোরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোতালেব শার্শা থানার বৃত্তি বারিপোতা গ্রামের রজব আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি ২০১৭ সালে ৫০০ গ্রাম হেরোইনসহ ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা রুজু হয়। ঐ মামলার বিচার শেষে আদালত মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা আদায়, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

যশোর র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারক্রিত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/মো. সোহাগ হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ