26 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা

শেয়ারবাজার

বিএনএ,ঢাকা: গত সপ্তাহে সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে পুঁজিবাজারে। সূচকের রেকর্ড গড়লেও আলোচ্য সময়ে লেনদেন কমেছে তবে বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। গেলো সপ্তাহে পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা।

রোববার (২২ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার বা দশমিক ৩৪ শতাংশ।

গত সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ১৬৩ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১৮৩ কোটি ১৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২০ কোটি ৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৭৩ কোটি টাকা।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা বা ৩.২১ শতাংশ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৩৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্ট দঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২২৪ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির শেয়ার ও ইউনিট দর।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ