24 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

মরদেহ

বিএনএ,নোয়াখালীঃশুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আবিদ মাহমুদ পলাশ (২৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলমের বাপের বাড়ির ফিরোজ আলম মিলনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী  ছিল।

নিহতের জেঠাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকরে পাড়ের একটি গজডইর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ এফ এ,জি আর

Loading


শিরোনাম বিএনএ