বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাত করে স্ত্রী খুনের ঘটনায় স্বামীকে পুলিশ আটক করেছে। স্থানীয় লোকজন পিটুনি দিয়ে স্বামী জাহাঙ্গীর হোসেন (৩৮) কে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্র জানায়, স্ত্রী রেহানা বেগম (৩০) কে নিজের বাসায় নিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর হোসেন। পথিমধ্যে ঝগড়া শুরু হলে সঙ্গে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে সে। গুরুতর আহত স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, জাহাঙ্গীর তিন বছর আগে দুবাই গিয়ে একমাস আগে দেশে ফিরে আসে। দুবাইয়ে থাকা অবস্থায় স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক নিয়ে তার সন্দেহ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। রেহেনা ৬ মাস আগে অভিমান করে মেয়েকে নিয়ে ভাড়া বাসায় চলে যায়। মঙ্গলবার বিকেলে স্ত্রীকে নিজ বাসায় ফেরত আনার পথে ঝগড়া হয়। এসময় জাহাঙ্গীর সড়কের ওপর রেহেনাকে ছুরিকাঘাত করে। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনএনিউজ/এইচ.এম।