বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. করিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার( ২২ জুন)সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিমপুরস্থ মধু গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত করিম পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের সুজা নগর এলাকার জনৈক শাহ আলমের পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক কাজের প্রয়োজনে দুইজন মিলে সকালে গৃহস্থ বাড়ির পাশে বাঁশ কাটছিল। বাঁশ ঝাঁড়ের পাশে থাকা বৈদুতিক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিম মারা যায়। এ ঘটনায় আহত শওকতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ডলার ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
বিএনএ/ ওজি