18 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বন্ধের পথে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ

বন্ধের পথে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ

priyanka

বিনোদন ডেস্ক: ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের মতো হলিউডেও প্রমাণ করেছেন নিজেকে। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবেও পসরা সাজিয়েছিলেন। তবে এবার বন্ধ হচ্ছে পিগি চপসের ব্যবসা। সোনা নামের রেস্তোরাঁটি বন্ধের খবর প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা গ্ল্যামারজগতে নামডাকের পাশাপাশি রেস্তোরাঁর মালকিন হিসেবেও প্রসিদ্ধি লাভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে দেশি হেঁশেলের স্বাদ পৌঁছে দিতে এক বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে খুলে ফেলেছিলেন রেস্তোরাঁ। ২০২১ সালে নিউইয়র্কে মনীশ গোয়েলের সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা।

জানা গেছে, এই ব্যবসায় প্রিয়াঙ্কার সঙ্গে অংশীদার ছিলেন মণীশ গোয়েল নামে এক ব্যবসায়ী। আচমকাই তিনি অংশীদারি ছেড়ে চলে যাওয়ায় প্রিয়াঙ্কাও এবার বন্ধ করে দিতে চাইছেন তার রেস্তোরাঁ।

এর আগে নিজের রেস্তোরাঁ নিয়ে দেশি গার্ল বলেছিলেন, “যে কোনও ব্যবসা শুরু করাই ক্যারিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ তথা গর্বেরও। সোনার পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। দেশি হেঁশেলের রান্নার গল্প ওর গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।”

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ