বিএনএ, ঢাকা : ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের গোয়েন্দা সূত্রগুলো কাতার, দুবাই ও ভারতে নূরের ইসরাইলিদের সঙ্গে সাক্ষাতের ছবি পেয়েছে।’
রাষ্ট্রদূত বলেন, মোসাদের সঙ্গে এ ধরনের বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।
রাষ্ট্রদূত বলেন, গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা প্রথম বিষয়টি লক্ষ্য করে।
রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান।
বিএনএনিউজ/এইচ.এম।