বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় জেলা প্রশাসনের আয়োজনে ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচী কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) উপজেলার আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে নতুন জেলা প্রশাসনের এই কর্মসূচী পরিবেশ রক্ষায় মূখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম/এইচ এইচ