17 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মিরপুরে স্কুল ছাত্র নিহত

মিরপুরে স্কুল ছাত্র নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর দারুসসালামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ভাইদের মারধরে সিয়াম আহমেদ(১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সোমবার (২২ মে) সকালে দারুস সালাম থানার (পরিদর্শক তদন্ত) জামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দারুসসালাম এলাকায় গত শনিবার দিবাগত রাতে দারুসসালাম বসুপাড়া এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্র সিয়াম মারা যায়।

তিনি আরও জানান, ওই এলাকায় আধিপত্য নিয়ে বড় ভাই ও ছোট ভাইদের মধ্যে মারামারি হয়। এ সময় সিয়াম গুরুতর আহত হলে স্থানীয়রা  তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্হায় রোববার রাতে সে মারা যায়। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার জন্য রাত থেকে পুলিশ এখনো কাজ করে যাচ্ছে।

তবে একটি সূত্র থেকে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি ঘটনায় সিয়াম মারা গেছে। নিহত সিয়াম ওই এলাকাতেই বসবাস করে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ