27 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আজ ঢাকায় আসছেন আইসিসি সভাপতি

আজ ঢাকায় আসছেন আইসিসি সভাপতি


বিএনএ, স্পোর্টস ডেস্ক : দুদিনের সফরে আজ রোববার (২২ মে) ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতা গ্রেগ বার্কল। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।

বিসিবি জানায়, রোববার ঢাকায় এসে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সাইট দেখতে যাবেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের খেলা দেখবেন তিনি। ওইদিনই তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

সফরকালে বার্কলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সেখানকের সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন।

আইসিসি সভাপতির আচমকা সফরকে কেবলই সৌজন্যমূলক বলছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘কোনো কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা সৌজন্যমূলক সফর।’

মঙ্গলবার (২৪ মে) ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই কর্মকর্তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ