26 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » স্বীকৃত ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টাই সংকটের সমাধান-বাইডেন

স্বীকৃত ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টাই সংকটের সমাধান-বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

বিএনএ,বিশ্ব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, স্বাধীন ও স্বীকৃত ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টাই ওই অঞ্চলে বিরাজমান সংকটের  একমাত্র সমাধান।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একটা বিষয় স্পষ্ট করা দরকার যে, একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব যতদিন না ওই অঞ্চলের স্বীকৃতি পাবে, ততদিন কোনো শান্তি আসবে না।বাইডেন বলেন, ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র জবাব’। তবে তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার বিষয়ে তার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা  উপত্যাকার পুনর্গঠনে অন্য দেশের সঙ্গে মিলে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ