19 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শিথিল হতে পারে লকডাউন

শিথিল হতে পারে লকডাউন


বিএনএ, ঢাকা : দেশে ২৩ মে’র পর সামাজিক দূরত্ব ও সকল স্বাস্থ্যবিধি মেনে চলমান লকডাউন শিথিল করতে পারে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য জানিয়েছেন।

চলতি বছর করোনা পরিস্থিতির ফের অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে কয়েক দফায় লকডাউনের মধ্যে কঠোর বিধিনিষেধ দেয় সরকার। যার মেয়াদ শেষ হবে আগামী রোববার (২৩ মে) মধ্যরাতে।

সূত্র জানায়, লকডাউনের মধ্যে কঠোর বিধিনিষেধ থাকায় সংক্রমণের হার ও মৃত্যু অনেকটা কমে আসছে, এটা আরো কমে আসবে বলে আশা করছে সরকার। তারপরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সংক্রমণের এই পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও এবার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেনি। তাই টানা এক মাসেরও বেশি সময় বিধিনিষেধের পর সরকারও আর বিধিনিষেধের মেয়াদ বাড়াতে চায় না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লকডাউন আর দেয়া হবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে লকডাউন শিথিল হতে পারে। পরে অবস্থার অবনতি হলে আবার সিদ্বান্ত নেয়া হবে। তবে সবকিছু স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে। এবিষয়ে শনিবার বা রোববার সিদ্ধান্ত আসতে পারে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ