23 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে ৫ হাজারের বেশি বেসামরিক লোক হতাহত: জাতিসংঘ

ইউক্রেনে ৫ হাজারের বেশি বেসামরিক লোক হতাহত: জাতিসংঘ

ইউক্রেনে ৫ হাজারের বেশি বেসামরিক হতাহত: জাতিসংঘ

বিএনএ বিশ্বডেস্ক : জাতিসংঘ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় পাঁচ হাজার ২৬৪ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে।

আল জাজিরার খবরে বলা হয়, হতাহতদের মধ্যে দুই হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত এবং দুই হাজার ৯১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশুরাও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সর্বশেষ এসব তথ্যে জানা যায়,বেশিরভাগ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে। এসবের মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।

এদিকে, ইউক্রেনের ডনবাসের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের পূর্ণ দখল নেয়ার দাবি করেছে রুশ সেনা বাহিনী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ