16 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে মহড়ায় যোগ দিয়েছে আমিরাত

ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে মহড়ায় যোগ দিয়েছে আমিরাত

ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে মহড়ায় যোগ দিয়েছে আমিরাত

বিএনএ, বিশ্বডেস্ক : গ্রিসে অনুষ্ঠানরত সামরিক মহড়ায় যোগ দিয়েছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে শান্তি চুক্তি সইয়ের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর এই মহড়ায় অংশ নিচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অণুশীলন চালায় দু পক্ষের সেনারা।

গত রোববার মহড়া শুরু হয়েছে এবং শুক্রবার শেষ হওয়ার কথা। এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ মহড়ায় আরো অংশ নিচ্ছে সাইপ্রাস, ফ্রান্স, আমেরিকা, স্পেন ও কানাডা। মহড়ার স্বাগতিক দেশ গ্রিস।

ইসরাইলের পক্ষ থেকে এফ-১৫ এবং এফ-১৬ জঙ্গিবিমান, বোয়িং ৭০৭ রিফুয়েলিং ট্যাংকার ও গাল্ফস্ট্রিম জি-৫০৫ নজরদারি বিমান এ মহড়ায় অংশ নিচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত