23 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

বিএনএ গোপালগঞ্জ: লকডাউনে শ্রমিক সংকট দেখা দেয়ায় বিকেল পযর্ন্ত গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কে এস আশিকের নেতৃত্বে ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল কৃষক হাসান শরীফের তিন বিঘা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন।

কৃষক হাসান শরীফ বলেন, এবার তিন বিঘা জমিতে ধান করেছেন তিনি। গরম হাওয়ার কারণে কিছু ধান নষ্ঠ হয়েছে। কিন্তু শ্রমিক সংকট থাকায় ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে বেশ খুশি হয়েছেন বলে জানান কৃষক হাসান।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কেএস আশিক বলেন, লকডাউনের কারণে জেলায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষক হাসান শরীফ শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। তারা খবর পেয়ে তার জমির ধান কেটে দিয়েছেন। আগামিতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ