21 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা জয় করলেন আবুল হায়াত

করোনা জয় করলেন আবুল হায়াত

আবুল হায়াত

বিনোদন ডেস্ক: করোনামুক্ত হলেন অভিনেতা আবুল হায়াত। তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত।

নাতাশা জানান, তার বাবার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। এছাড়া অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

৩১ মার্চ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে দুই দফায় প্লাজমা দেওয়া হয়।

করোনামুক্ত না হলেও হাসপাতালে থেকে সুস্থ হয়ে উঠেছিলেন আবুল হায়াত। এজন্য তাকে বাসায় নেওয়া হয়েছিল। জানা যায়, চিকিৎসা শেষ হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে।

বাসায় ফেরার সময় আবুল হায়াতকে প্রয়োজনীয় সব ওষুধ দেওয়া হয়। সেগুলো সময় মতো খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এছাড়া তাকে বাড়িতে আইসোলেটেড থাকতে বলা হয়েছিল। তার কিছুদিন পর অভিনেতার করোনার রিপোর্ট নেগেটিভ এলো।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ